এমন যদি হতো
ইচ্ছে হলেই উড়ে যেতাম
প্রজাপতির মত,
তোর আকাশে স্বপ্ন উড়াতাম  
তোর মনের মত।

এমন যদি হতো
ইচ্ছেগুলো লেখা যেত
কবিতার মতো,
হাতে হাত রেখে কাটাতাম
রাত  স্বপ্ন বুনে।

এমন যদি হতো
মেঠোপথে হাঁটা যেত
গোধূলির মতো,
দিন শেষে স্বপ্ন নিয়ে ফিরতাম
নীড়ে ফেরা পাখির মতো।