পরিচয়ে পরিত্রাণ চাই, আমি পথিক,
কারো প্রেমে বিভোর বা মত্ত, সে আরাধ্য
পথিকের নয়,স্বপ্নের ভাঁজে স্বপ্ন বুনা
কল্পনার মহাবিশ্বে অবগাহন- এসব
আঠারো বয়সী প্রেমিককে মানায়।

কথার কাব্যমালায় প্রেমিক খোঁজো তুমি
ভুলের ছোঁয়ায় ভবিষ্যৎ, আমি ঢের বলি
পথিক সঙ্গ দেয়- সঙ্গী নয়,দেয় একাকীত্ব।

যাকে প্রেমিক ভাবছো, সে কথার মানুষ
মনের মানুষ হতে কয়েক যুগ, কয়েক শতাব্দী
পাড়ি দিতে গেয়ে সে ভুলেই যাবে-
তাহার পরিচয় ছিল,তুমি ছিলে।

প্রেমিক ক্লান্ত হয়, অন্য পথে অনন্তকালের
আশায় পা বাড়ায়, নতুন সঙ্গ পেয়ে
সঙ্গী ভুলে, স্বপ্ন দেখে স্বপ্ন দেখায়।



পথ খুঁজবে ফিরার।
সেও একদিন পথ হারাবে
পাবে একাকীত্বকেই সঙ্গী।।