তুমি আমার তপ্ত দুপুরে,
শান্ত বটবৃক্ষের ছায়া
তুমি আমার স্বপ্নে দেখা
অদৃশ্য সুখ ভীষণ মায়া,
তুমি আমার ক্লান্ত ইচ্ছে
তীরে না ছোয়া ঢেঊ
আপন করে ভাবছি আমি
তুমি যে না আমার কেউ।
তুমি আমার দুঃখের ভেলা
শৈশব জুড়ে আবেগ মেলা
তোমায় পাওয়ার ইচ্ছা ভীষণ,
দ্বিধায় মরি একা আমি প্রতিক্ষণ !
তুমি আমার শেষ ঠিকানা
প্রথম সুখের ঢেঊ,
তুমি আমার দিনের শেষে
মনের মাঝে মৌ।