হে বিশ্ববাসী
আমাকে আর মানুষ বলো না
আমার বিবেক নেই
আমার মনুষ্যত্ব নেই
আমার মানবতা নেই,
আমি আজ মৃত।
আমি তোমাদের ভাই না
আমি তোমাদের বন্ধু না
আমি তোমাদের প্রতিবেশি না
আমি তোমার আত্নীয় না
আমি একজন ঘাতক।
আমার পানি পিপাসা পায় না
আমি কোন পানীয় পান করি না
আমার কোন তৃষ্ণা নেই
ক্ষুধা নেই,
আমি একজন রক্ত পিপাসু
আমি একজন ক্যানিবাল।
আমার কোন ঘর নেই, বাস নেই
আমার কোন শহর নেই
আমার কোন দেশ নেই
আমার কোন সার্বভৌমত্ব
আমার কোন ভূগোলের জ্ঞান নেই
আমি একজন ফিলিস্তিন।
আমার রক্ত আছে
আমার ক্ষত আছে
আমার দেহ নেই।
আমার আত্মা নেই
আমার জীবন নেই
আমার কবর আছে
আমার গাযা আমার কবর।
আমার ক্ষুধা আছে
আমি বোমায় ক্ষুধা নিবারণ করি
আমি রকেট হামলায় নৃত্য করি
জীবন অবসানের নৃত্য।
আমি আমার সন্তানের লাশ
হাসি মুখে, বিশ্ব মানবতার
মুখোশ পড়াতে সাদা কাপড়
পড়ায়, বিবেক, মানবতা
মনুষ্যত্ব, জাতিসংঘ, ও আই সি
এর মুখ উজ্জীবিত করতে সাদা
কাপড়ে লজ্জা নিবারণ করি
আমার মানবতার কবর দেয়।