এ জন্মে যখন তোমার সাথে প্রেম হলো না
ভাব হলো না, পাশাপাশি দু'ক্রোশ হাঁটা হলো না
পার্কে নির্জনে তোমার চোখে আমায় দেখা হল না
রঙিন খামে ভালবাসা ভরে তোমার দেওয়া গেল না!
আমরা না হয় পরের জন্মে প্রেমে পড়বো
যখন অনেক অবসর হবে, প্রেমের অবসর।
পরের জন্মে প্রেম হবে, ভাব হবে, চন্দ্রিমা রাতে
যখন তোমার শান্ত স্নিগ্ধ মুখে সোনালী
আভা মায়া বাড়াবে,
জোনাকিরা আলোর মিছিলে প্রেমে স্তপধ্বনি,
বুনো ফুলের সুবাসে তুমি হারিয়ে যাবে,
তখন আমি ভালবাসবো তোমায়!
তুমি যখন জানবে চোখ বন্ধ করলেই
ভেনাস হয়ে আসো, তোমার শরীরের গন্ধে
আজও আমি বিভোর, ভ্রমর কালো কেশে
দোল খায় প্রেমিক মন, তোমার চলার পথে শুনি নুপুরের শব্দ।
পরের জন্মে কী এই দুরত্ব রাখবে?
এই ভালবাসার যে ব্যবধান, দুরত্ব তা কমিয়ে দিব।