বৃষ্টির নূপুরে
শ্রাবণ দুপুরে
খুঁজি তোরে
আনমনে!!

তোর ভাবনায়,
দিন  কাটে তো
রাত কাটে না,
তুমি যে মনের আয়না।।  

অপেক্ষায় জমছে
মৌনতার পাহাড়,
বৃষ্টি তোমার প্রিয় তাই
চোখের জলে বৃষ্টি ঝরায়।