শত বছর ধরে,
সহস্র ক্রোশ পাড়ি দিয়ে আজ
তোমার খোঁজে,
পায়ের তলায় দোমরে মুচরে দিয়েছি
কত শত সবুজ প্রান্তর, কত গোলাপকে
করেছি তুচ্ছ।
নির্লজ্জতাকে পিছনে ফেলে পাড়ি দিয়ে
তোমার উন্মাদন।
কোন কালে ভুল করে পিছন ফিরে
অবজ্ঞার হাসি হেসেছিলে-
এটুকুই পাওয়া হৃদয় আকাশে।
সে থেকে মেঘ জমেছিল
কিন্ত সে মেঘ আর বৃষ্টি হয়ে
শীতল করলো না আমার
হৃদয় মন্দির।
কত ঝড়ো রাত কেটেছে নির্ঘুম
কত স্বপ্নে ভোর হয়েছে রাত।
আমি যাকে ভালবাসা ভেবে
স্বপ্ন বুনেছি এক ফালি উষর ভুমিতে
সেটা আসলে ভালবাসা ছিল না
ছিল চরম অবহেলা,
ওডিমেণ্ডাসের ক্ষমতা দম্ভকে
হার মানায় তোমার রুপের অহমিকা।
তোমার রাজ্যে কত সুপুরুষের আনাগোনা
তুমি বলতে এরা আমার ভালবাসার মানুষ,
ভালো রাখার মানুষের বড় অভাব।
আজ ভালোবাসার আর ভালো রাখা মানুষে
তুমি পরিপূর্ণ।
তুমি এখন যোগেই আছো
অথচ বিয়োগেই আমি সুখেই আছি!!