ভাবছ,আমি বিদ্রোহী প্রেমিক
বিদ্রোহ করে মাওসেতুং লেনিন
বা চেগুয়েভারা হওয়া যায়,
বজ্রকণ্ঠে শেখ মুজিব, বন্ধুক হাতে
মাওবাদী আর ফুল হাতে প্রেমিক।
আমি একটি ফুলের জন্য
মরতে পারি, ভালবাসায় জন্য
নির্বাসন ,ফুল আমার হাতিয়ার
হৃদয় যুদ্ধক্ষেত্র,প্রেমিক খুন হয়
জীবন বিসর্জন দেয় ,
চার আনা ভালবাসায়,
তার জন্য সাঁজোয়া যান
সহস্র মারণাস্ত্র , পারমানবিক বোমা বৃথা।