এই শহরটা কবিতার হতে পারত
অথবা কবিতা এই শহরের।
কি এক অদ্ভুত আলিঙ্গনে পাশাপাশি
তবু কত দূর, দিগন্তে অমিল
এই শহরে পড়ে থাকা রেল লাইনের
মতো সমান্তরালে চলা, দুরত্ব মেপে
পাশাপাশি,
তবু কত দূর ব্যবধান, অসীম শূন্যতা।
খুব কাছে থাকো বলেই দুরত্ব
মাপতে পারি,
মন রেখেছি,
মনেও রেখেছি বলেই হয়ত
অবহেলা হৃদয় ছুইয়ে যায়।
এই শহরের অলিগলিতে তোমার পদচারণা
সামান্য অন্ধকারের তোমার শূন্যতা
হৃদয়কে ব্যাকুল করে।
এই শহরের কোলাহলে তুমি হারিয়েছো
তাই হয়ত তুমি কবির নিস্তব্ধতা
অনুভবে উদাসী।