হৃদয়ে পুষি যত অচল ধারণা
যত  হই অধুনা তত যায় চেনা।
জানবে যত বাড়বে তত বেদনা
সভ্যতার মুখোশে সব হায়না।

আমি আমরা কেউ মানুষ নয়
অবয়বে মানব,মস্তিষ্কে দানব।

জাত পুড়ছে না, মাঠ পুড়ছে না
নিষ্ঠুর তুমি ভাবছো কেন এমন
ধর্মের নামে মারছো যাদের
পশু মনে করে, জাগাও বিবেক
তাদের ছেড়ে মানুষ কি তুমি হবে?