জ্বলছো তুমি জ্বলছি আমি
জ্বলছি দিবানিশি,পাপ করেনি
তবু পাপী, বলছি ভালবাসি।
ভালবাসা ভালবাসা খেলছি
দিবারাত্রি, খেয়ালী মনে বল
তুমি, আসলেই কী ভালবাসি?
ভালবাসা ভালবাসা কইবে
সবাই, বাসবে না ভালো কেউ
তবু ভালবাসাহীন নইতো সেও।
ভালবাসায় প্রেম খুঁজি, কামনার
আশায়,বন্ধুর মাঝে ভালবাসা
প্রেম আছে, যৌনতা অসাড়।
বন্ধু রবে বন্ধু সবে, বন্ধু কামনা
বন্ধু তুমি দূর প্রবাসে, বন্ধু
মহান সাধনা।