কথার মানুষ হারিয়ে গেছে-
ভাবছি নিখোঁজ সংবাদ লেখাব
বিবিসি, সিএনএন নয়ত লোকাল
কোন পত্রিকার হেড লাইন জুড়ে;
শিরোনাম হবে "দেহের খোঁজে"  
ভাবতেই পার দেহ হারায়
ঠোঁটের কোণে অবজ্ঞার রেশ।

মন হারায়, ধন হারায় আবার
মায়ের ভালবাসাও হারায়
তাই বলে দেহ!!

গভীর অন্ধকারে তোমার মুখ
চন্দ্রিমা এক পাণ্ডুলিপি, বিস্মৃতি  
মরুভূমির মত শূন্যতা –নিখোঁজ।।

কথা ফুলের মালা নিখোঁজ
অভিমানী ভালবাসা, মন্দবাসা
মোবাইল ফোনে আলাপ-নিখোঁজ।।

আমার দেহ নিখোঁজ
দেহের মধ্যে মন , অস্থিমজ্জা
তোমায় অনুভবের ভাষা,নিখোঁজ । ।