হে কবি
আমাদের দুঃখ আছে,
তুমি ছিলে তাই দুঃখগুলো এত
নীচ ছিল না,
আজ তুমি নেই
দুঃখগুলো নীচ হয়ে ফিরে আসল
সুখের নীড়ে।।।

কবি -হেলাল হাফিজ স্মরণে