চারেদিকে পাচ্ছি গন্ধ
খুঁজছি আশপাশ
গন্ধ আছে গন্ধ আছে
লাশটা নিজে আজ।
লাশের গন্ধ সবার নাকে
বলছে খুব পঁচা বাজে
সমাজ যে মরছে রোজ
নিচ্ছে কেউ কী খোঁজ?
আমি মরে তুমি মরে
বাড়ছে সারি লাশে
দাঁত কেলিয়ে হাসছে সবে
হাতি আছে দিব্য দাঁড়ি।
অধরে অধর রেখে
মেলছো ডানা সবে
বুঝবে তুমি আগুন
যখন জ্বলবে বুকে।