১।
স্বেচ্ছায় নিয়েছি নির্বাসন
তুমি করেছো অন্যকে নির্বাচন।।

২।
তুমি সহজেই সব ভুলো
অন্যকে জড়িয়ে ধরো।।

৩।
আমাকে পুড়ানো মানেই তুমি ছাই
তুমিই আমার প্রথম, দ্বিতীয়;
জম্ম জম্মান্তরে তোমাকেই চাই।।