তুমি ছাড়াই নির্জনতায়
তোমাকে উপভোগ করে যাই।
তুমি ছাড়াই মনের পাশে
বসিয়ে তোমাকে গল্প শোনাই।
তুমি ছাড়াই স্বপ্ন বুনি
স্বপ্নলোকে তোমাকে করে রাণী।।