ব্যবধান

তোমার মাঝে ইচ্ছে করেই -
দূরত্ব বাড়াই;
বলি; তোমার দেহের বাইরে আছি
অন্তরে নাই।
দেহ ও কল্পনায় সমান্তরাল হই-
ভালবাসা আর না বাসায়।