কোন কালে তপ্ত মরুর বুকে
স্বপ্নের পরসা সাজিয়ে
অপেক্ষার প্রহর গুনেছি
ভাবনায় কত প্রান্তর
তুমিহীনা পার করেছি।
কত শত বার ভেবেই
শিহরিত হয়েছি,
স্তব্ধতায় নিঃশব্দে বধির হয়েছি
ভাবতেই পারিনি -
তুমিহীনা এ দুঃসহ পথ
আমার সঙ্গী হবে?
মাঝে মাঝে আনমনে
শিশির ভেজা ঘাসে
তোমাকে পেয়েছি
রৌদ্র ছায়ার পথের ক্লান্তিতে
তোমাকে পেয়েছি, পেয়েছি
সন্ধ্যা তারায়।
এ ফেরানো অবাক বিস্ময় নয়
এ কাঙ্ক্ষিত, কল্লোল দিনশেষে
তীরে ফিরে, পাখি নীড়ে।
হৃদয়ের কোন দরজা নেই
অবাক হয়নি তুমি ফিরায়।