যে পথে হেঁটে হেঁটে আজ ক্লান্ত
সে পথের শেষেই তোমার নিবাস।

কত শতবার ভেবেছি, এক বার
স্থির করেছিলাম; তোমার পাশে
একটা নিবাস গড়াবো, ডুপ্লেক্স।

মনের মত স্থপতিও পেয়েছিলাম
তার পরামর্শেই ইট বালি সিমেন্ট
সাথে অন্তঃসার রডও এনেছিলাম;

কিন্ত বাধ সাধল এলাকার দাদারা
তারা প্রতিবাদ করল, বলল যদি
তাদের দাবি না মানা হয়, তবে সকলে
মিলে অনশন করবে, রাজপথে মিছিল
সংসদের সামনে কুশপুত্তলিকা দাহসহ
কঠিন সব এজেন্ডা, আমার মাথায়
আসে না কেন তার পাশে নিবাস তৈরিতে
এত প্রতিবন্ধক, আমি তো সন্ধি চেয়েছি
মিলন চেয়েছি, সহ অবস্থান চেয়েছি- এটা অন্যায়?

অনেক পরে জানা গেল- তাদের যৌক্তিক ব্যাখ্যা
ডুপ্লেক্স বাড়িতে দেহের মিলন হয়, হৃদয়ের নয়।।।