রোজ রাতে আমার ঘুম আসে না
তোমার জন্য নয়,
তোমার বিদগ্ধ হিম শীতল স্মৃতির জন্য।
মাঝ রাতে বিছানার এপাশ ওপাশ করি
উঠি বসি আবার শুয়ে পড়ি
তোমার স্মৃতির আভরণে,
তোমার স্মৃতিগুলো গোলাপের মত কাছে টানে,
পরম আবেশে আদরে হাত বাড়াই,
কাটার আঘাতে  ক্ষত বিক্ষত হৃদয় নিয়েই
পায়চারি করি তোমার উঠানে,
তোমার উঠানে চাঁদ জোছনা আলোয়
রুপালি বন্যা।

থমকে দাঁড়ায় ভাবী;
তুমি আমার চাঁদ
সমুদ্র হয়ে তোমাকে বুকে আগলে রাখি
এক বুক ভালবাসায়।

কখনো ভাবিনি;
আকাশের চাঁদ একটা
অথচ চাঁদের অনেক আকাশ।

এক সমুদ্র ভালোবাসার পরেও
যার অন্যের প্রতি থাকে ঝোঁক
সেই মানুষ টা আমার না হোক।