তোমাকে দেখি না বহুদিন! বহুদিন পাই না তোমার ফেরমিনের গন্ধ!
তোমার বন্য চুলের অবিন্যাস, ফুলো কমলা ঠোটের নরম উষ্ণতা,
হাসিতে ঝিলিক দিয়ে উঠা তোমার সার বাঁধা ঝকঝকে দাঁত!
...কতদিন দেখা হয়নি আমার!
তোমার সুডৌল স্তনে মুখ ডোবানোর স্বপ্ন সত্যি হোল না আজো!
ওই শরীরের মায়াবী খাঁজগুলো, উদ্দাম ভালোবাসায় তৈরী হওয়া ভাঁজগুলো!
...দেখার অপূর্ণ সাধ নিয়ে কেটে গেলো একটা জীবন!
তুমি পুনর্জন্ম চেয়েছিলে, যদি জন্মাই আর খুজে পাই তোমায়, দেবে?
তোমার ঘন নিঃশ্বাসের গন্ধ নিতে! তোমার পদ্মিনী নিতম্ব ছুঁতে!
দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা নারী, আমাকে ঢুকতে দাও ঘরে।
দেখো, আমার ঝড়ে কি করে উড়িয়ে দেই তোমার ভয়,
আর পুনর্জন্ম এনে দেই এই জীবনেই।