শীত নামছে ঝুম করে...
ফাঁকা সৈকতে স্বপ্নের মতো এই সন্ধ্যায়,
সমুদ্র – বাতাসে ঢলে পরছে তোমার...
জোয়ার-ঝাপটায় ভিজে যাওয়া আঁচল!
খালি পায়ে হাঁটছো তুমি বালুকাবেলায়,
পায়ের আঙুলে খেলছো জল-ছোঁয়া খেলা!
ভেজা বালুতে তিন ফোঁটা গোড়ালির ছাপ,
চোরা ঢেউয়ে তো মুছে যাবে তোমার প্রিয়তমের নাম
...ঝিনুকের, ভাঙ্গা শামুকের স্বপ্নের মতো।
নোনা জলে জ্বলছো তুমি জল পরীর মতো!
কাকে নিয়ে উড়াল দিতে চাও পরী?
দৃষ্টির বাইরে থেকে ভেসে আসা সমূদ্র–ষ্টীমারের ডাক,
ঢেউ এর মাথায় ফসফরাসের সমান্তরাল বিস্তার,
আর গোড়ালি ভেজানো জোয়ারের ভেঙ্গে পরার কান্না!
দেখেছো? শুনছো কি তুমি?
শীত নামছে ঝুম করে...
তুমি হাঁটছো এই সমূদ্র তীরে...
ভাটা আসছে, মুছে যাচ্ছে তোমার প্রিয়তমের নাম...
হু হু করা শীতেলা সমূদ্র তোমাকেও গ্রাস করে নিচ্ছে নারী!
তোমার নোনা জল মিশে যাচ্ছে সমূদ্র জলে...
বুঝতে পারছো কি তুমি পরী!