আজকাল কেন জানি মনে হয়…
       আমি চিনি তোমায় "আকাঙ্খিতা"!
তুমি আমার মুখের দিকে তাকাতে পারো না যখন,
       বুঝি... তুমি ভয় পাচ্ছো নিজেকেই!
ভাবলেশহীন মূখ করে তাকাও যখন আমার দিকে,
       বুঝি... তুমি লুকাচ্ছো নিজেকে!

তুমি যখন থাকো আশেপাশে, না তাকালেও
       আমি বুঝি... কখন তুমি দেখছো আমায়!
তোমার সবুজ টীপটাকে দেখলে, বুঝতে পারি
       ...তুমি খুঁজছো আমায়!
যখন আলো জ্বালো এবং নিভাও, বুঝি
       ...তুমি চাইছো আমি ডাকি তোমায়!

জানিনা তুমি জানো কিনাঃ তোমার
       উড়ে যাওয়া দৃষ্টিতে থাকে..."আমার" স্বপ্ন!
       গ্রীবার বাঁকে তোমার সৌন্দর্যের গর্ব, আর
       উত্তুঙ্গ স্তনের শীর্ষে...নিজের চাওয়াকে অগ্রাহ্য করার ঔদ্ধত্য!

শুধু বুঝি, তুমি জানোঃ
       আমার বারোটা বেজেছে কিসের জন্য!
শুধু জানি, তুমি ঠিকই বুঝোঃ
       কখন দেখছি আমি তোমায়, খুজছি!
...
কত যুগ অপেক্ষায় আছি!
আর ভান কোর না তুমি আকাঙ্খিতা, সেই
       লাল গোলাপ শুকিয়ে গেছে কবে!
       সাদা জামা রঙ হারাচ্ছে,
       নীল জামা যাচ্ছে ফেঁসে আরো!

নিজেকে লুকিয়ে রেখো না দরজার আড়ালে!
গায়েবী আওয়াজ পাঠিও না আর!
       দরজাটা খুলে দাও!
       সামনে এসে দাড়াও!
       আমার চোখের দিকে তাকাও!

দেখোঃ তোমার লোভে, ...সর্বস্বান্ত হয়ে আছি আমি!