তুমি কাছে এসে দাঁড়ালে যখন,
তোমার খুশবু ছুঁলো আমার আত্মাটাকে!
ওই ঠোঁট দিয়ে যখন ছুঁলে আমার চোখ দুটোকে,
তোমার নিঃশ্বাস ছুঁলো আমার দেহটাকে!
হাতটাকে টেনে নিয়ে ধরলে যখন,
গ্রীষ্মের এই দাবদাহতেও মেঘ জমলো,
ঝিরিঝিরি বাতাস বইতে শুরু হলো,
আর... বৃষ্টি নামলো মুষলধারে!
...
নূহ নবীর প্লাবন উঠলো আমার পৃথিবীটাতে!
...
থামবে কবে জানিনা, তবে... থামবে যখনি,
তোমাকে একটা নতুন পৃথিবী বানিয়ে দিবো আমি।
তুমি হবে তার রানী।
যা চাইবে, তাই হবেঃ
বৃষ্টি চাইলে, বৃষ্টি;
মেঘ চাইলে, মেঘ।
সুখী হবে যখন,
তারায় তারায় ভরিয়ে দিবো আকাশ;
তোমার হাসি দেখতে পেলে,
জ্যোৎস্নার বন্যায় ভাসিয়ে দিবো ধরিত্রি;
তুমি কষ্ষ্ট পেলে,
কালবৈশাখী ঝড়ে তছ্নছ করবো লোকালয়, আর
তুমি কাঁদতে চাইলে,
আমাবস্যা দিয়ে ঢেকে দিবো পৃথিবীর মুখ।
...
তুমি তো দেবী!
যদি ধরে রাখো হাত,
ভেসে থাকবো, বেঁচে যাবো।
আর যদি ছেড়ে দাও,
আমার পৃথিবীর অধরা সব স্বপ্ন নিয়ে,
ডুবে যাবো এই প্লাবন-জলে।
******************************
*(Isis – Egyptian goddess of life and magic)