দ্বিধা নেই তোমার অস্তিত্ব নিয়ে,
দ্বিধা নেই তোমার ক্ষমতা নিয়ে,
দ্বিধা নেই আমার ক্ষুদ্রতা নিয়ে,
দ্বিধা নেই আমার সীমাবদ্ধতা নিয়ে,
...শুধু বুঝি না আমিঃ
...আমাদের কেন দরকার তোমার!
তোমার সৃষ্টির কোনায় পরে থাকা
আমাদের ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবন নিয়ে
যা ইচ্ছা করি যদি
কেন এবং কিভাবে তা তে তোমার
কিছু এসে যায়!
তোমার প্রভুত্ব নিয়ে
তোমার বিশালত্ব নিয়ে
তোমার দূরত্ব নিয়ে
সংশয় নেই কোন, শুধু বুঝিনা আমিঃ
...আমাদের অজ্ঞতায়,
...আমাদের দুর্বলতায়,
...আমাদের সীমাবদ্ধ জ্ঞানে,
কেন এবং কি করে
...বুঝবো তোমায়!