আকাশ, ফুল, পাহাড় কিংবা নদী
আমার কবিতার খাতায়
এই সব নিত্যকার শব্দের বিশেষ কোনো তাৎপর্য নেই,
অন্য সব শব্দের মতোই এই সব শব্দ
সাধারণ আর মাধুর্য্যহীন।
অথচ আজ তোমার ভালোবাসা পেলে
এগুলো হয়ে উঠতো গভীর তাৎপর্যময়,
এই সব শব্দে ভরে উঠতো আমার কবিতার খাতা,
রচিত হতো এইসব নিত্যকার শব্দে
আমাদের প্রেমের এক একটি অমর কবিতা।