নিজেকে উড়ন্ত মেঘ ভেবে
আমি চাঁদ আর পাহাড়ের কাছে গিয়েছিলাম
প্রবহমান নদী আর নদীকেন্দ্রিক মানুষের গল্প বলতে।
গোধূলী সন্ধ্যায় ক্লান্ত শালিকের নীড়ে ফেরার মতোই
ফেরার গল্প বলতে৷

অথচ চাঁদ আর পাহাড় স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলো
মানবের প্রেম ভেঙে গেলে
ফেরার থাকে না কিছুই৷

না থাকে প্রিয়জন, না থাকে ঘর, না থাকে দেশ।  

শুধু পরে থাকে একরাশ নীরবতা
অসহ্য যন্ত্রণা আর ফেলে আসা স্মৃতির অন্তরালে  
প্রিয় মানুষের মুখ আর মুখোশ।