বসন্তের আবেশ শেষ হয়ে এলে
শুনেছি কথাও ফুরিয়ে আসে
নিঃসঙ্গতা ভর করে,
একাকিত্বে প্রতিনিয়তই দগ্ধ হতে হয়
ঠিক যেমন করে শিশিরে ভেজানো পাতা
সামান্য রৌদ্র তাপে দগ্ধ হয়।
অথচ চিরন্তন সত্য
আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি
মানুষ দূর থেকে বেশি সুন্দর হয়।
কুড়িগ্রাম সদর
২৬/০২/২৪