চাওয়া কিংবা পাওয়ার কোনো দাবী নেই
নেই কোনো প্রত্যাশা,
আন্তঃআণবিক বন্ধন ছিন্ন করে
যখন স্তরীভূত মেঘমালা
হয়ে যায় বৃষ্টি কণা,
থাকেনা তার যেমন প্রত্যাশা কিংবা চাওয়া।
তদ্রূপ নেই আমার
চাওয়া কি়ংবা পাওয়ার প্রত্যাশা,
তোমাকে এক পলক দেখার অন্যায় আবদার ছাড়া।