*****ভীমরতি*****
(ময়মনসিংহের আঞ্চলিক ভাষায়)
আক্কাসের বাপ বউয়ের সাথে
কি জানি কোন রাগে,
পিরিত কইরালছে জি,পুত আছে
হেই বেডির লগে।
কাম কাজ সব ছাইরা দিছে
ধরছে বুঝি জিনে,
পলাইয়া পলাইয়া কথা বলে
রাইতে এবং দিনে।
পোলাপাইনডি কতো কইলো
ভালা কইরা বুঝুইন,
একবারও কি মাতাত ধরছে
কামডা কিতা করছুইন।
পোলাপাইনডি সবাই মিলে
দরবার করলো জমা,
উচিৎ শিক্ষা দিমু বাপরে
চাইতে হবে ক্ষমা।
কইলো সবে আক্কাসের বাপ
পোলাপাইনডির দিক চাইয়া,
বাদ,দে সব বুড়া বয়সে
করিসনা আর বিয়া।
আক্কাসের বাপ কইয়া দিলো
জিগাও বউয়ের কাছে,
কইলো কেনো এই বয়সে
মুরাত কি তার আছে।
এমন কতা আর কইতাম না
বউয়ে কয় যদি ।
ভীমরতি সব ছাইরা দিমু
কইয়া দিলাম সুধি।