আমি নিলাম ৭০০ বস্তা
১ কেজি নে তোর,
এর চেয়ে বেশি চাইলে
সামনে থেকে সর।
নেওয়ার আগে তুলবি ছবি
ক্যামেরার সামনে আয়,
ত্রানের ছবি দিতে হবে
দেশের প্রত্রিকায়।
আমরা না হয় কিছু ত্রান
রেখে ছিলাম ঘরে,
সময়মত দিতাম তোদের
দরকার যখন পরে।
খাঁটের নিচে তেল গুলোর
দেখলি তোরা ছবি,
তোদের জন্য রেখে ছিলাম
সবাই মিলে খাবি।
মাটি চাঁপায় রেখে ছিলাম
ঘরের নিচে ত্রান,
সেগুলো তোরা বাহির করে
করলি অপমান।
ত্রান চুরির অভিযোগটা
বলছি দেওয়ার আগে ,
নেতা হতে হিসেব করবি
কত টাকা লাগে।
ত্রান বিতরণ উচ্চস্বরে
বলছে জনগন,
সুষ্ঠভাবে পাবে সবাই
দিলে প্রশাসন।
ক্ষুধার্ত সব জনগনে
করছে হাত জোর,
দেশ থেকে হউক নির্মুল
সকল ত্রান চোর।