আমি দূর্বার,দুরন্ত নির্ভীক
ভয় করিনা কোন কিছু,
অন্ধকারে আমি উদীয়মান
সদা ছুটি সর্ত্যের পিছু।
শত্রুর কাছে আমি মাথা নত নই
ভয় করিনা প্রতি পক্ষের হানা,
আমি অবিছেদ্ধ,অটল দেশ রক্ষার্থে
ভালবাসি দেশের প্রতিটি ধুলিকণা।
শত্রু হঠাতে সদা সজ্জিত প্রহরী
রণাঙ্গনে বলিষ্ট বলিয়ান,
দেশের তরে জীবন বাজি আমার
জয়ের ধারায় প্রতীয়মান।
দেশ রক্ষার্থে ত্যাগীময়ী আমি
জলে স্থলে করি অবাধে বিচরন,
শত বাঁধার মাঝে বিচলিত নই
জয়কে করিতে আনায়ন।
দেশের সেবায় সম্মুখ যাত্রী মোরা
একই কন্ঠ সুরে,
সমরে আমরা শান্তিতে আমরা
সর্বত্র আমরা দেশের তরে।
সুশৃংখল সমৃদ্ধ জীবন ক্ষনে
আমি যেন দূরন্ত নাবিক,
দেশকে ভাল সুযোগ পেয়ে
সত্যিই আমি গর্বিত সৈনিক।