বর্ষার যৌবন ভরা স্রোতে
যেখানে কিশোর-কিশোরী উঠে মেতে
সকাল সন্ধ্যা সাজে
আমি তোমাকে পাই খুঁজে।
শীতের কুয়াশাছন্ন সকাল
মাঠে বাঁশি বাঁজায় যখন রাখাল
কৃষক বেস্ত যখন কাজে
আমি তোমাকে পাই খুঁজে।
চৈত্রের কাক ডাকা দুপুরে
শব্ধ যখন প্রিয়ার নূপুরে
মনের ভিতর যখন একুশের ঝংকার বাজে
আমি তোমাকে পাই খুঁজে।
যখন দেখি মাঠে সবুজের সমারহ
ঘুরছে পাখি গুলো অহরহ
হারাই যখন শান্তির অবলীলায় নিজে
আমি তোমাকে পাই খুঁজে।
বাংলার মাঠ প্রান্তর প্রতিটি ধুলিকণা
একুশকে নিয়ে করে আলোচনা
যখন উঠে একতারাটা বেজে
আমি তোমাকে পাই খুঁজে।