অমর একুশে- তোমায় ভালবেসে
পাই যে মধুর সুখ,
তুমি পাশে এলে- সবি যাই ভুলে
থাকেনা কোন দূখ।
তুমি গেলে দূরে- স্মৃতি গুলো মনে পড়ে
নেমে আসে অমানীষা,
তুমিহীনা কেন- পাল্টে যাই যেন
হারিয়ে ফেলি দিশা।
তোমার কারনে - কত মা ও বোনে
হারিয়ে বুকের ধন,
বাংলা করিতে রাষ্ট্রভাষা - বিলিয়ে দিয়েছে মনের আশা
সহ্য করেছে নির্যাতন।
শত লোক তোমার পাগলে- মৃর্ত্যু নিয়ে মুঠি তলে
সম্মুখে করেছে গমন,
কত জন তোমার জন্য- প্রাণ দিয়ে হয়েছে ধন্য
অসাধ্যকে করেছে সাধন।
কত মায়ে হারিয়ে ধন- নিরবে করেছে ক্রন্দন
স্হিমিত রেখেছে বুকের জ্বালা,
করে নাই প্রকাশ- শুধু ছেড়েছে নিঃশ্বাস
দূঃখকে করেছে গলার মালা।
প্রস্তুত আমি আজ- পড়িতে মরনের সাজ
দিতে রাজি দেহ মন,
শত ব্যথার মাঝে- সকাল সন্ধ্যা সাজে
তোমাকে রাখিব স্মরণ।