কোথায় আছো বিশ্বের মুসলিম
হয়ে আছো কেনো চুপ,
তোমার ভাইকে ইহুদিরা মারছে
তুমি দেখিতেছো খুব।
কেনো করিতেছো না এর প্রতিবাদ
আজ কেনো চুরি হাতে,
তোমরা কেনো মুখ লুকিয়ে আছো
পারিতেছো না ইহুদিদের সাথে।
সময় থাকতে বেরিয়ে আসো
একসাথে করো জিহাদ,
বজ্র কন্ঠে এগিয়ে আসো
ইহুদিরা দেখুক মৃত্যুর স্বাদ।
কালিমার ডাক একসাথে দাও
সময় থাকতে হুশিয়ার,
ইসলামকে বুকে আকরে ধরো
মৃত্যু দেখিও না আর।
তোমাদের দেখে ব্যথিত মন
দোয়া থাকলো সীমাহীন,
ওহে দয়াময় রক্ষা করো
প্রানের ফিলিস্তিন।