---🇧🇩মায়ের আকুতি🇧🇩---
কেনো জানি আসে না ঘুম
জেগে থাকি রোজ,
তোমরা কি কেউ দিতে পারো
আমার খোকার খোঁজ।
যাওয়ার আগে বলে গেলো
শক্ত রেখো মন,
বদলা নিতে করতে যাচ্ছি
কোটা আন্দোলন।
কবে গেলো খোকার সাথে
হয়নি আজও কথা,
প্রতিক্ষণে বাড়ছে শুধু
বুকের পাশে ব্যথা।
খোকা বুঝি ফিরবে না আর
আছি তার পথ চেয়ে,
তবুও যদি শান্তি আসে
লাশের বিনিময়ে।