লকডাউনটা দিল সরকার
সবার ভালোর জন্য,
তাই বলে কি লকডাউনে
সব মানুষি ধন্য।
কর্মহীন মানুষ যারা
দিন খায় দিন আনে,
পেটে ক্ষুধা থাকলে কি আর
লকডাউন কেউ মানে।
যাদের আছে বুড়ি বুড়ি
ফ্রিজ ভর্তি খাবার,
তাদের জন্য লকডাউনটা
একটু হলেও মজার।
ঘরে বসে যারা দেখছে
টিভির সিরিয়াল,
ভাবছে তারা লকডাউনটা
থাকুক কিছুকাল।
লকডাউনে কোন মানুষ
ঘরের বাহির হলে,
জানতে হবে কি দরকারে
লাঠি নিবেনা তুলে।
লকডাউনে বসে যারা
খাবারের আশায়,
পৌঁছে দিতে হবে খাবার
তাদের বাসায় বাসায়।
খাবার নিশ্চিত করতে হলে
দিতে হবে শোডাউন,
তবেই হবে স্বার্থক মোদের
করোনা লকডাউন।