সরকারকে করতে খুশি
রাখতে তোমার মান,
মাঠে গিয়ে কাঁটলে তুমি
আধা পাকা ধান।
স্যুট টাই কাপড় পড়ে
দেখিনি তো আগে,
কৃষকের ধান কাঁটিতে
ফটোসেশন লাগে।
লোক দেখানোর নামে তুমি
দামি জুতা পরে,
কৃষকের সোনার ফসল
আসলে ক্ষতি করে।
কষ্টের সময় যদি
থাকতে চাও তার সাথে,
ধান কাঁটতে যা টাকা লাগে
তুলে দাও তার হাতে।
তবেই বাড়বে মানবতা
থাকবে তোমার মান,
তাহলে উঠবে ঘরে
কৃষকের ক্ষেতের ধান।