করোনা তুমি বিশ্বটাকে
করেছো মৃত্যুকুপ,
তোমার ভয়ে কাঁপছে পৃথিবী
হয়ে আছে একদম চুপ।
সারা বিশ্বে নেই যোগাযোগ
বন্ধ করেছো হানাহানি,
তোমার ক্ষিপ্রতা দেখছে সবে
ক্ষমতা কতখানি।
তোমার ভয়ে সবাই ঘরে
রাস্তা গুলো আজ ফাঁকা,
দূর-দূরান্তে কেন জানি আজ
চলছে না গাড়ীর চাকা।
কিছু প্রান নিয়ে না হয় তুমি
পাচ্ছো অনেক সুখ,
তুমি কি জানো না খেয়ে মরছে
সারা বিশ্ব কত লোক।
একই সাথে একই ঘরে
করেছে বসবাস,
মরে গেলে দেখো তোমার ভয়ে
ছুঁয়ে দেখছে না লাশ।
ওহে মাবুদ আগ্রাসী করোনাকে
এবার তুলে নাও,
বিশ্ব বাসিকে আবার তুমি
আগের শান্তি ফিরিয়ে দাও।