অনেক অনেক টাকা কামান চিন্তা না থাকায়
অনেকের ভাবনা থেকে বহু দিনে বহুদূরে চলে গ্যাছি আমি
আমি বরাবরই পেটের থেকে মনের কথা বেশি শুনতাম
ক্যামন জানি একটা ছন্নছাড়া লক্ষিপ্যাচার মত জীবন আমার
সবাই যখন অনেক টাকার জন্য রাস্তায় ছুটে
আমিও তখন ছুটে যাই, যেখানে হারিয়ে গ্যালে আমাকে
আর খুঁজে পাওয়া যাবেনা
সবাই যখন মত্ত রেস্টুরেন্টে বসে ছবি আর গ্যাজেটস নিয়ে কথা বলে
আমি তখন এক একটা শেকড়ে ঢুকে যাই
আমার মাথায় একটা পাখি উড়তে থাকে
আমার মাঝে মাঝে নিজেকে অনেক স্বার্থপর মনে হয়
আর কাউকে কখনো না ঠকালেও, আমি নিজেকে ঠকিয়েছি
অনেক বেশি
কিন্তু আমি কোনো ভাবেই উপেক্ষা করতে পারি না
আমার ভেতরের গাছ টাকে, একটা পাখি ডাকে
রাত হয়, পাখিরা দল বেধে বসে
ভোর হয়, পাখিরা ছুটে যায়
অজানায়, অনেক দূরে
ইশ আমিও যদি পাখি হইতাম!!