আমাকে দেওয়া তোমার প্রথম প্রতিশ্রুতি ছিল,
কখনো আমাকে ছেড়ে যাবা না, তখন তুমি অনেক নরম ছিলে, চোখে কালো কাজল পরতে, হাতে লাল নেলপলিশ, প্রতিদিন নিয়ম করে আমাকে ভালবাসতে,
আমাকে দেওয়া দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল, আমি আজীবন ভালবাসবো, এমন কি আমাদের ৬০ বছর পরে দেখা হলেও তুমি কেবল আমারই প্রেমে পরতা, তখন তুমি অনেকটাই বড়, পরিণত,
নিয়ম করে তোমার কয়েকদিন পর পর জরায়ুর
ব্যথার খবর টাও আমাকে জানাতে, আমি হাসতাম, শূন্য অনুভূতি নিয়ে হাসতাম,
এর মধ্যে অনেক বার ঝড় এসেছে, রাক্ষুসে বিস্তৃত ঝড়, কোন আশ্রয়কেন্দ্র ছিল না, ছিল না পূর্ব কল্পিত কোন পরিকল্পনা, ঝড় থেকে গেছে
কখনো আমার দীর্ঘ চুম্বনের কাছে কিংবা কখনো তোমার ঘন ঘন ভারী নিশ্বাসের কাছে,
আমাকে বলা তোমার প্রথম সত্যি কথা ছিল,
আমাকে তুমি এতোগুলো বছর যত রঙের প্রতিশ্রুতি দিয়েছ, সব ছিল মিথ্যে, ভুল বা বানোয়াট, আমাকে দেওয়া কথা গুলো অকপটে ভুল প্রমাণের চেষ্টা করে আমাকে বানিয়েছ, প্রবঁচক,