সেদিন যখন হঠাত করে ভরা পুরনিমায় অন্ধকার দেখব বলে বসেছিলাম হঠাত করে আমার খুব মায়া হলো, অন্ধকারের মায়া,
এতো গভীরতা থাকার পরেও দিনের বেলা মিলিয়ে যায়, সবাই খুব জোছনা ভালোবাসে
এখনো আমি তোর প্রত্যাশা করি
আর অপেক্ষায় তোর প্রতিত্তোরের
দিনের আলোর চেয়েও পরিষ্কার আমার উদ্দেশ্য,
এমন এক বাচা মরার সমীকরণে আমি জোরে জোরে কর চেপে সময় গুনে হতাশ হয়ে নুয়ে পরি ভারী লাগে নিথর দেহটাকে
অবশ অনুভূতির দেয়ালে আমি অনেকবার খোদাই করে লিখতে গিয়েছিলাম তোর নাম, ঝড় বৃষ্টিতে সাথে সাথেই গজে উঠেছে চিকচিকা সবুজ শ্যাওলা আর তোর নাম পাখি হয়েছে উড়ে গ্যাছে,
আমি সেদিনও আবার ব্যর্থ হয়েছি, ভেবেছিলাম আজকে তোকে খুব কড়া গলায় কথা শুনাবো
কিন্তু অমন আলোকবর্ষের মত ধেয়ে আসা সুখ তারাকে আমি মাটিতে ফেলতে সেদিনও পারিনি,
খুব ঘৃনা নিয়ে যখন আমি বছরের প্রথম বৃষ্টিতে ভিজছিলাম, তোর ঐ আধভেজা শরীরে চুল দিয়ে ঢাকা দেহটাকে দেখে আমার চোখের জল বৃষ্টির সাথে মিলিয়ে ফেলেছি,