আমার কোনো অপমান বোধ নাই
আমি তীর্থের কাকের মত
অপেক্ষা করি, তুমি দু/চারটে
ভাত ফেলে দেবে, আমি যাবো!
বিশ্বাস কর তোমার আশায়
বসে থাকতে থাকতে আমার
পীঠের চামড়া লোহার চেয়েও
শক্ত হয়ে গ্যাছে, আমার চোখে
ছানি, মাথা বোঝাই চুল
আর শরীরে এলোপাতাড়ি লোমের কারখানা
কিন্তু তোমার প্রতি আবেগে
আমার একটুও জট বাধেনি!
আমি তোমার সম্মহনে বুদ হয়ে থাকি পরী!
তুমি এক দারুণ নেশা! মায়া!