সেই যে কবে কোথায়
আমরা বন্ধুরা মিলে
হাসাহাসি করার কালে
ফুসকা খেতে গিয়ে মস্তক উঠলো
তুমি দৌড়ে এসে
তোমার সদ্য বিবাহিত
চোখের কাজল আর সোনার চুরির হাতে
করে পানি আনতে গিয়ে
আটকে গেলে
সেই যে কবে কোথায়
তোমার বাড়ির রাস্তা পার
হতে হতে
তোমার বারান্দায় চোখ রাখবোনা, বলে
টঙ থেকে বিড়ির আগুন নিয়ে
হাটা দেই উত্তর দিকে
সেই যে কবে কোথায়
আমরা গিয়েছি যে চলে
সেই যে কবে কোথায়
আমরা সব কিছু ভুলে
সেই যে কবে কোথায়
চলন্ত কোনো বাসে!