ঝিঙে ফুলের হাসি
আজহারুল ইসলাম আল আজাদ।

হঠাৎ করে চোখে পরে
ঝিঙে ফুলের হাসি,
ঝিঙে মাচায় ফিঙে নাচে
তারে বড্ড ভালবাসি।

ঘোমটা মাথায় বউটি সেথায়
মাদুর পেতে বসি,
নীল আকাশে মেঘের ফাকে
ঝিলিক মারে শশি।

মাচায় ঝুলে হাওয়ায় দোলে
কচি কচি ঝিঙে,
পাতার আড়ে নয়ন কারে
ভিন্ন রকম রঙে।

বউয়ের শাড়ি লাল পাড়ি
গাঢ় সবুজের ভিরে,
সবুজে সতেজে হার মেনেছে
লক্ষ টাকার হিরে।

রুপ লাবন্যে ঝিঙের সনে
বউটি একাকার,
ফুলের বাহার চাঁদের পাহাড়
জোস্নায় দেখি বারবার।