ভুলে ভরা জীবনটা আজ শুদ্ধ হতে চায়
শুদ্ধের মাঝে ভুলের প্রভাব ওৎ পেতে রয়।
ভুল শোধরাতে যাবে যেথা,
ভাবছ তারে শুদ্ধ নেতা
যাচাই করে দেখ তারে
ভুল আছে তার হাড়ে হাড়ে।
অর্থ বলে বলিয়ান সে সমাজের আখরায়
শুদ্ধের মাঝে ভুলের প্রভাব ওৎ পেতে রয়।