ছড়া/ ভোট সমাচার
আজহারুল ইসলাম আল আজাদ।
ছোটলোক আর বড়লোক,
ভোট বাজারে নেইকো তফাৎ,
কেউ ভোটার আর কেউ প্রার্থী,
ঠুনকো কথায় শুধুই ওজুহাত।
কোনো কালে কোনো কথায়,
হয়েছিল কার মন ব্যাজার
সেইটি নিয়ে নাছে ভোটার,
প্রতিশোধ নিবে ভোটে এবার।
প্রার্থীরা সব বুঝে ফেলে,
ক্ষমা চায় হাত পা ধরে,
ভিক্ষুকের ন্যায় ভোট ভিক্ষে চায়
ভোটারবৃন্দের দ্বারে ঘুরে।
চা মুরি পান না খাওয়াইলে
ক্ষমা চেয়েও ভোট জুটে না,
অনেক ক্ষেত্রে ভোট না কিনলে
গনতির সময় ভোট আটে না।
প্রার্থীদের হুরোহুরিতে
ভোট বেচা হয় চড়া দামে,
ভোট কিনে নেতা হয়ে
দাম উঠায় নেয় কাজে কামে।
টাকার বদলে ভোট বেচলে,
নেতা টাকা তোলার সুযোগ পায়
সরকারী কোন সাহায্য এলে,
কিছু বিলায় অবশিষ্টাংশ নেতা খায়।
ভোট যে ভোটারের মুল্যাবান,
ভোট এলে ভোটার সেটি ভুলে যান
যন্ত্রতত্র করেন ভোট দান,
পরে থাকে না আর ভোটারের মান।