মেঘ হীন আসমান নিরব নিথর,
সারি সারি বৃক্ষগুলো দারিয়ে যুগ- যুগান্তর,
পাখি গুলো নীড়ে শুয়ে ঘুমে বিভোর,
ঘুমে আঁধারে খুঁজি তারে আমি মনচোর।

সে তো ভাবনার সাথী আলোর যতি,
মনে পড়ে শুধু  সেই অতীত  স্মৃতি,
কতকাল তার সাথে হয়নি প্রেম প্রীতি
তারে একটু ছুঁয়ে দিব বলে জাগি রাতি।

ভৈরবী সাধনে করি তার সাথে মাতা মাতি,
আমি প্রেমের জঠাধারী আমি বিরহী,
আমার ছোঁয়ায় জাগে ঘুমন্ত লজ্জাবতী
ভালবাসা জাগায় মনে অতীত স্মৃতি।

আঁধারে হাত ধরে  হেটেছি কত ক্রোশ,
খোপার বাঁধন তার ছিল আলগা সরস
ভাল ভাবেই নেড়েছি হঠাৎ পেলাম জাগরণ
এ তো সেই নয় এ যে মাথায় দেয়া উপাধাণ।

ভাবছিলাম স্বপ্নে শিখছি  ভৈরবী সাধন,
স্বপনতো নয় বাস্তব শুধু শরীর পতণ।