আগস্ট এলে শুনি পিতার
পাঁজর ভাঙ্গার শব্দ,
রাসেলের কান্না বাতাসে,
ভেসে আসে ভোরের আজানে।
মায়ের ঝাঝড়া বুকে রক্তলালে
ছুটে চলা নদী,
৩২ নং বাড়িটি ভাসিয়ে চলে নিরবধি।
রক্তের সাগরে ডুবে ছন্দ হারায় বীর বাঙালী, ঘাতকরা দাঁত কেলিয়ে হাসে।
উস্কানী দাতার উস্কানীতে নাচে
আজও তারা নাচে,
আজ উন্নয়নের ধারাটাকে
বন্ধ করতে নাচে,
মিথ্যা নিয়ে নাচে,
৭১'এর নাচ ৭৫ 'এর নাচ
ছিলো উস্কে দেয়া, খেলে মৃত্যু খেলা,
আজও বুকে ওদের আছে জ্বালা,
১৭ আগস্ট ২১ আগস্ট খেলে নতুন খেলা।
বাঙালী ভয়ে থাকে আগস্ট এলে।