ভাষা শহীদদের অবদান
আজহারুল ইসলাম আল আজাদ

তাজা প্রাণের রক্তগুলো শুকালেও
মুছে যায়নি বায়ান্নর ইতিহাস,
পাকিস্তানিরা কারতে পারেনি
বাংলা মা'র ভাষা নিশ্বাস প্রশ্বাস।


তাজা রক্তে রাঙ্গিয়ে চিরনিদ্রায়
রফিক,জববার.সালাম. বরকত.
প্রমান করে মায়ের ভাষাই শ্রেষ্ঠ
সৃষ্টি করে স্বাধীকার অর্জনের পথ।

ফাল্গুনে ফুটন্ত ফুলের সৌরভে
গৌরবে ভাষা শহীদের চিত্র ভাসে,
"অমর একুশ" বছরে বছরে আসে,
বাংলা বর্ণমালা উর্দুকে দেখে হাসে।

কলঙ্কের রং মেখে উর্দু নিয়ে
পরাজিত হলো পাক প্রশাসন,
মুক্ত হলো মায়ের মুখের ভাষা
ভাষা বাঙালীর প্রাণের স্পদন,

একুশ এলে শহীদ মিনার ভরে
ফুলে ফুলে গাহে পাখিরাা গান,
অনন্ত অনাদী কাল স্মরবে জাতি
বাংলা ভাষায় শহীদদের  অবদান।